উখিয়া সীমান্তের রেজুপাড়া ও মনজয়পাড়া বিওপি’র সদস্য আজ সকালে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে। রেজুপাড়া বিজিবি’র সুবেদার ওয়াজকরুনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার করইবনিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল কান্ট্রি ড্রাইজিন, ৮৪ বোতল ম্যানডালাই রাম উদ্ধার করা হয়।
এদিকে, একই সময় রেজু মনজয়পাড়া বিজিবি’র সদস্য উখিয়ার ভালুকিয়া গাছবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭ বোতল ম্যানডালাই রাম, ১৬১ বোতল বিয়ার উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা বলে জানিয়েছেন ৫০ বিজিবি’র অধিনায়ক শফিউল আজম পারভেজ।