ডেইলি কক্সবাজার ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্দোলন সংগ্রাম ও বিভিন্ন নির্যাতনে ফলে উখিয়া-টেকনাফে নিহত ৪ পরিবারকে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ সামগ্রী বৃহস্পতিবার স্থানান্তর করেছেন কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, আওয়ামীলীগের জুলুম নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে যারা অকালে প্রাণ হারিয়েছেন বিএনপি পক্ষ থেকে তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে।
আগামীতে বিএনপি সরকার গঠন করলে ওই সমস্ত পরিবারকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। যেহেতু তারা এ দেশে গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠা করতে গিয়ে বুকের তাঁজা রক্ত দিয়েছেন। আমরা তাদের কথা আজীবন স্মরণ রাখব। নিহতের পক্ষে-টেকনাফ উপজেলার নিহত যুবদল নেতা হালিমের পিতা ছাবের আহমদ, একই উপজেলার নিহত যুবদল নেতা শাহ জালালের বোন রহিমা, উখিয়া উপজেলার নিহত যুবদল নেতা আমির হামজার স্ত্রী আনোয়ারা বেগমসহ ৪জন ঈদ সামগ্রী গ্রহন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি রাশেল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসআই আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান খাঁন, ছাত্রনেতা রিদুয়ানুর রহমান।