উখিয়া বিএনপির সম্মেলন আজ ইলেকশন না সিলেকশন এ নিয়ে সংশয়
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
২৮৯
বার পড়া হয়েছে
দীর্ঘ ৭ বছর পর উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলকে ঘিরে নেতা কর্মীরা একটু নড়ে-চড়ে বসেছে। তবে চমক না থাকায় কাউন্সিল বেশ জমে উঠেনি। উপজেলা কমিটির সম্মেলন সার্থক ও সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা। কাউন্সিলারদের অভিমত সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে তৃণমূল নেতাদের মতামত নেওয়া হবে নাকি সিলেকশনে হবে তা নিয়ে সকলের মাঝে সংশয় দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বিগত ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৭ বছর পর কাল ২৭ ফেব্রুয়ারী আজ শনিবার দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্যান্য বছর সম্মেলন কে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও উৎসাহ আমেজ দেখা গেলেও এবারে সম্পূর্ণ ভিন্ন। প্রচার-প্রচারণা ছাড়াই সম্মেলন সম্পন্ন করতে যাচ্ছে নেতৃবৃন্দরা। পদের জন্য নেতৃবৃন্দরা আগাম কোন তৎপরতা কিংবা কাউন্সিলারদের নিকট শরাপন্ন হচ্ছে তাও পরিলক্ষিত হয়নি। উখিয়া বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন জানান, সম্মেলন ও কাউন্সিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টায় প্রথম অধিবেশন শুরু হবে। এতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী প্রধান অতিথি থাকবেন। সম্মেলন উদ্বোধন করবেন সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ও বিশেষ অতিথি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর এবং সিরাজুল হক বিএ উপস্থিত থাকবেন। এবারের কাউন্সিলারের সংখ্যা হচ্ছে ৭১ জন। এছাড়াও ৮ সাংগঠনিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক রয়েছে কাউন্সিলারের তালিকায়।
কাউন্সিলার ও ডেলিগেটদের সাথে কথা বলে জানা গেছে, উখিয়া টেকনাফ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নেতৃত্বে উখিয়ার তৃণমূল পর্যায় থেকে শুরু করে কাউন্সিলর ও সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। এছাড়াও দু:সময়ে এবং সরকার বিরোধী তীব্র আন্দোলনে রাজপথে যাদের ভূমিকা সবসময় জোরালো ছিল এসব নেতাদের নাম শাহজাহান চৌধুরীর নোটবুকে লিপিবদ্ধ রয়েছে। তাই দল পরিচালনায় অতীত, বর্তমানে যাদের অবদান, ত্যাগ স্বীকার ও পরিশ্রম ছিল তাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে। বিগত ২০০৯ সালের উখিয়া বিএনপির ত্রিবার্ষিকী কাউন্সিল অধিবেশনে কাজী রফিক উদ্দিন দ্বিতীয় বারের মত সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সাধারণ সম্পাদক ও সোলতান মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
দলীয় নেতাকর্মীদের সাথে এবারে কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী রফিক উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও জেলা বিএনপির সদস্য খায়রুল আলম চৌধুরী, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, অধ্যাপক তহিদুল আলম তহিদ, চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দলিলুর রহমান শাহীন, সিরাজুল হক ডালিম. আব্দুল মালেক মানিক, এনামুল হক এনামসহ একঝাক তরুণ নেতা দৌঁড়ঝাপ শুরু করেছে।