1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
উখিয়া সীমান্তের মাদক ব্যাবসা ১৫ সম্রাটের নিয়ন্ত্রনে - Daily Cox's Bazar News
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

উখিয়া সীমান্তের মাদক ব্যাবসা ১৫ সম্রাটের নিয়ন্ত্রনে

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৯৬ বার পড়া হয়েছে

drugs-pic-1উখিয়ার পার্শ্ববর্তী সীমান্তের মাদক চোরাচালান ব্যাবসা ১৫ মাদক স¤্রাটের নিয়ন্ত্রনে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার পূর্ব ডিগলিয়া সড়কটি বর্তমানে মাদক চোরাকারবারীদের নিয়ন্ত্রনে রয়েছে। এ সীমান্ত সড়ক দিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র সস্ত্র ও লাঠি সোঠা নিয়ে বেপরোয়া ভাবে শত শত রোহিঙ্গা শ্রমিক দিয়ে মরণ নেশা ইয়াবাসহ দেশের যুব Ñ ছাত্র সমাজ ধ্বংসকারী মাদক এ দেশে নিয়ে এসে যুব ও ছাত্র সমাজকে ধ্বংস করে যাচ্ছে এ স¤্রাটরা। বর্তমানে এ স¤্রাটদের নিয়ন্ত্রন করা বড়ই কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন সচেতন মহলরা। উপজেলার করইবনিয়া , ডিগলিয়া এলাকার ১৫ সদস্য মাদক সিন্ডিকেটটি স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এ মাদক চোরা চালান ব্যাবসা ওপেন সিক্রেটের মত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে । সচেতন মহলরা আর বলেন, বিজিবি ও পুলিশ যদি মাদক ব্যবসায়ীদের সহযোগিতা না করে তাহলে দেশে মাদকত দুরের কথা সীমান্ত দিয়ে একটা পাখি ও প্রবেশ করতে পারবে না । ১৫ মাদক স¤্রাটরা হলেন, করইবনিয়া এলাকার পুর্ব ডিগলিয়া গ্রামের মাদক স¤্রাটদের অন্যতম গড ফাদার মৃত সোলতান আহম্মদের পুত্র জাগির হোসেন প্রকাশ মদ জাগিরা, একই এলাকার ইকবাল , রেজু আমতলী এলাকার হাকিম , চিরমন, ডিগলিয়া গ্রামের শাহাজান খলিফা , রুবেল , মোঃ ইউনুছ , দরগাহবিল গ্রামের নজির আহম্মদ , লেড়ু আকতার , মোঃ হারুন , করইবনিয়া এলাকার মোঃ আজু , একই এলাকার মোঃ আমিন , গিয়াস উদ্দিন , মোঃ আলী , মরা ছৈয়দ এ ছাড়া ও কুতুপালং রোহিঙ্গা বাজার এলাকার মাদক স্বর্গরাজ্যর প্রধান আলি আকবর , একই এলাকার মৃত ইমাম উদ্দিনের পুত্র আবুল হাশেম, আর ৫/৬ জন মাদক স¤্রাটসহ একটি বৃহত্বর মাদক চোরা চালানের সিন্ডিকেট তৈরি করে মিয়ানমার থেকে পূর্ব ডিগলিয়া Ñ করবনিয়া সড়ক দিয়ে সীমান্ত রক্ষাকারী বর্ডার গার্ড বিজিবির চোঁখকে ফাঁকি দিয়ে দেশ তথা দেশের যুব ও ছাত্র সমাজ ধ্বংসকারী এ ভয়ঙ্কর মাদকের চোরাচালান উক্ত সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ মাদক পাচার করে দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে পৌছে দিচ্ছে মাদক চোরাকারবারীরা। গত সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে আমতলী বিজিবির সুবেদার মোঃ আশরাফ হোসনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাকারবারী সিন্ডিকেটের প্রধান করইবনিয়া এলাকার পূর্ব ডিগলিয়া গ্রামের মৃত সোলতান আহম্মদের পুত্র মাদক স¤্রাট জাগির হোসেন প্রকাশ স¤্রাট জাগিরের মাদকের চোরাচালান তার ছোট শ্বালার বাড়ী থেকে প্রায় ৪ লক্ষ টাকার বিভিন্ন প্রকারের বিদেশী মাদকের চালান জব্দ করে বিজিবি। এ ব্যাপারে রেজু আমতলী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আশরাফ হোসেন বলেন, গত সোমবার দুপুরে পূর্ব ডিগলিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকার মাদক উদ্ধার করি এবং মাদক ব্যবসায়দের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications