মেয়েগুলোর সুপার পাওয়ার আছে? কারা তারা? নাদিয়া আফরিন মিম, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষা- এই পাঁচ তরুণী সুপার গার্লস হয়ে আসছেন পর্দায়। তারা এখন অভিনয় করছেন একটি ধারাবাহিক নাটকে। এর নামও ‘সুপার গার্লস’।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ওয়াল। তিনি ভারতীয় টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনাট্যকার। পরিচালনা করছেন তানিম রহমান অংশু। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়িতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। নাটকটি প্রযোজনা করছে আলফা-ওয়ান মিডিয়া প্রোডাকশন্স লিমিটেড।
পাঁচ তরুণীর মধ্যে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নাদিয়া আফরিন মিম ও মুমতাহিনা চৌধুরী টয়া। কেয়াকে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার শিল্পী হিসেবে সবাই বেশি চেনেন। সম্প্রতি পার্থ বড়ুয়ার সঙ্গে আ কাপেলা ঢঙে সোলস ব্যান্ডের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সাফা কবির ছোটপর্দার পরিচিতন মুখ। অন্যদিকে অন্বেষা অভিনয়ে নতুন হলেও এখানে তার চরিত্র একজন বাস্কেট বল খেলোয়ার হিসেবে। ব্যক্তিজীবনেও তিনি এ খেলায় পারদর্শী।
পরিচালক অংশু জানান, পাঁচ তরুণীর নাম নাটকেও একই থাকছে। ভিন্ন ভিন্ন গল্প তুলে ধরা হবে তাদের মাধ্যমে। এক একটি গল্প শেষ করা হবে ছয় এপিসোডে। কিছুদিনের মধ্যে জিটিভিতে প্রচার শুরু হবে ‘সুপার গার্লস’।
নাটকটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, আলফা-ওয়ান নাটকের মান রক্ষায় বিশ্বাস করে। নাটকে নতুনত্ব আনতে বাইরের চিত্রনাট্য নেওয়া হয়েছে। তার মতে, ‘সুপার গার্লস’ ধারাবাহিক নাটকে নতুন মাত্রা যোগ করবে।