পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) করা হয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপ সচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন, একেএম আওলাদ হোসেন, পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ। মাসুদ উল হাসান, উপ পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম। মো. মাসুদুর রহমান ভুইয়া, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি ঢাকা। মো. নজরুল ইসলাম, এআইজি পুলিশ সদরদপ্তর। মো. সায়েদুর রহমান, ইন্ডাষ্ট্রিয়াল পলিশ। কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম। ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ প্রাপ্ত।
বশির আহম্মদ, পিপিএম-সেবা, পুলিশ সুপার চাপাইনবাবগঞ্জ। হাবিবুর রহমান, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ঢাকা। মো. আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম, উপ পুলিশ কমিশনার, ডিএমপি ঢাকা। একেএম হাফিজ আক্তার, পুলিশ সুপার চট্টগ্রাম। খ: মহিদ উদ্দিন, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ।
হাফিজ উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। মো. আব্দুল বাতেন, পিপিএম, উপ পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। ইমতিয়াজ আহমেদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। মো. আতাউল কিবরিয়া, এআইজি, পুলিশ সদর দপ্তর।
মো. মইনুল হাসান, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। মো. আবু কালাম সিদ্দিক, এআইজি, পুলিশ সদরদপ্তর। মো. নিশারুল আরিফ, পুলিশ সুপার, রাজশাহী। চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম, পুলিশ সুপার, সাতক্ষীরা। মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি, পুলিশ সদরদপ্তর। মো. রেজাউল করিম, এআইজি, পুলিশ সদর দপ্তর। মো. কাইয়ূমুজ্জামান খান, উপ পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। মো. আমিনুল ইসলাম, এআইজি সদর দপ্তর। সালেহ মো. তানভীর, পুলিশ সুপার টাঙ্গাইল। মো. আব্দুল কুদ্দুস আমিন, উপ পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলিশের ১৮জন এডিশনাল ডিআইজিকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়।