আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বিআইডিএস এর মহাপরিচালক কেএস মুর্শিদ, পরিকল্পনা সচিব তরিকুল-ইসলাম, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বিআইডিএস-এর সাবেক মহাপরিচালক কাজী সাহাবুদ্দিন, অর্থনীতি সমিতির সম্পাদক জামাল উদ্দিন এবং আইএমইডির সচিব ফরিদউদ্দিন আহমেদ।
অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটের আকার কেমন হবে সেটি নিয়ে চিন্তাভাবনা চলছে। বড় আকারের এই বাজেটের পরিকল্পনা করা হয়েছে। আকার হবে প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এ জন্য প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ।’
তিনি জানান, চলতি বাজেটে আমাদের উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন কম হয়েছে। যা মোটেই ৮ শতাংশ। এটা দুঃখজনক।’
আগামী বাজেটের বিশেষ দিক তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আরো বেশ কিছু মেগা প্রকল্প নেওয়া হবে। এ কারণে আলাদা ক্যাপিটাল প্রোগ্রাম রাখা হবে। যেটাকে ক্যাপিটাল বাজেট বলা হচ্ছে। আরো ৫ থেকে ৬ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দায়ও বাংলাদেশের অর্থনীতি নিরাপদে রয়েছে। গত ২০ বছর ধরে গ্রোথ স্ট্যাবিলিটি ভালো।’
অর্থমন্ত্রী আরও জানান, ‘বাংলাদেশেরও গ্লোবাল এইড বাড়াতে হবে। আমরা যেভাবে গ্লোবাল এইড থেকে লাভবান হয়েছি। অন্যদেরও সেই সুযোগ দিতে হবে। এখন উন্নয়ন অংশীদাররাও আমাদের গুরুত্ব দিচ্ছে। কোরিয়ার মতো লাভবান উন্নয়ন অংশীদার হওয়ার মতো চেষ্টা করবো আমরা।’