‘ধুম থ্রি’ আর পিকের অভাবনীয় সাফল্যের পর এবার আসছে আমির খানের নতুন ছবি ‘দাঙ্গাল’।
ক্রিসমাস মওসুমে মুক্তি পাওয়ার কথা থাকলেও আমির খান তার সিদ্ধান্ত পরিবর্তন করে ১৫ আগস্ট কুস্তিগীর মহাবীর ফগাতের জীবনীভিত্তিক এই ছবিটিকে আলোর মুখ দেখাতে চান বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম।
আমিরের এই সিদ্ধান্ত পরিবর্তনে বলিউডের ক্যালেন্ডারে বেশ একটু ঝামেলাই শুরু হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট এক ব্যবসায়ী ডিএনএ নিউজকে বলেন, ‘আমির ইতোমধ্যে ক্রিসমাসের উইকএন্ডে দঙ্গল মুক্তি দেওয়ার জন্য হল বুকিংও সেরে ফেলেছেন। এরমধ্যে এভাবে এগিয়ে আনায় অনেক হিসেব নিকেশই পাল্টে যাচ্ছে।’
এদিকে প্রায় একই সময়ে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘রুস্তম’ আর ঋত্বিক রোশনের ‘মহেনজোদারো’।
এখন ঋত্বিক আর অক্ষয়ের মধ্যে কার ছবি আমিরের ‘দঙ্গল’কে পেছনে ফেলে বক্স অফিস সাফল্যে এগিয়ে যেতে পারে, তা-ই দেখার বিষয়!