সত্যি অবাক হই ….
“ঈদ” শুধু নামে আলাদা করে হাসিয়ে যায়,
দিন টি ভালো কাটুক আপনার , ফিরে আসুক বারবার
ঈদ মোবারক ।
বুকের পাজরে বেদনার ঢেউ তবুও আসে ঈদ
ওগো বন্ধু জেগে ওঠো তাড়াও চোখের নিদ
ঈদ মোবারক ।ঈদ মোবারক ।
———-এবি ছিদ্দিক খোকন
প্রচার সম্পাদক,
পৌর আওয়ামী লীগ, কক্সবাজার।