বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ওজন কমিয়ে এখন আলোচনার শীর্ষে। হঠাৎ করে মুটিয়ে যাওয়া পরিণীতিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল বলিউডপাড়ায়।
বলিউডে হালকা গড়নের মেয়েদের প্রাধান্য দেওয়া হয়— এমন মন্তব্যের জবাবে নিজের ওজন কমিয়ে চমক দেখালেন পরিণীতি।
পরিণীতি বলেন, ‘আমাকে দেখতে কেমন লাগবে, মানুষ আমাকে কীভাবে দেখবে এসব নিয়ে জীবনে অনেক কঠিন সময় পার করেছি। আমাকে নিয়ে ক্রমাগত মজা করা হয়েছে। কিন্তু সমালোচনার জবাব দিয়েছি। সমালোচনা আমার জন্য প্রেরণা।’
অনেক মেয়ে এখন পরিণীতির কাছে ওজন কমানোর পরামর্শ জানতে চায়। কেউ কেউ পরিণীতিকে ধন্যবাদ জানায়। এ প্রসঙ্গে এই বলিউড কন্যা বলেন, ‘বিভিন্ন সময় অনেক মেয়ের সঙ্গে আমার দেখা হয়। তারা আমাকে জড়িয়ে ধরে এবং ওজন কমানো নিয়ে আমার কাছে পরামর্শ জানতে চায়।’