যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি ছোট শহরে ‘হাউজ পার্টি’-তে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
শনিবার ভোররাতে সিয়াটল শহর থেকে ২৫ মাইল উত্তরে মুকিলটিও-তে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় সিয়াটল শহরের দক্ষিণে লুইস কাউন্টি থেকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
মার্কিন গণমাধ্যমগুলো জানায়, একটি বাসায় ১৫ থেকে ২০ জনের ওই পার্টিতে বন্দুকধারী হামলা চালায়। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ।এছাড়া কে বা কারা কোন উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।