দলের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে ওয়েলসকে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে পর্তুগাল।
ইউরো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড স্পর্শের রাতে রোনালদো নিজে গোল করার পাশাপাশি করিয়েছেনও।
রোনালদোর এমন নৈপুণ্যে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় পর্তুগাল। আর এ মধ্য দিয়েই শেষ হয় ইউরো চ্যাম্পিয়নশিপে গ্যারেথ বেলদের স্বপ্নযাত্রা।
বুধবার রাতে ফ্রান্সের লিওঁয়ে অনুষ্ঠিত ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে; মাত্র তিন মিনিটের ব্যবধানে। আর এতেই পরিষ্কার হয়ে যায় পর্তুগালের ফাইনালে ওঠার পথ।
গোলশূন্য অবস্থায় ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে পতুর্গাল। আর মিনিট পাঁচেকের মধ্যে সাফল্যও মেলে।
ম্যাচের ৫০তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে লাফিয়ে দুর্দান্ত হেডে দলকে লিড এনে দেন রোনালদো। এর তিন মিনিট পরেই পর্তুগালের হয়ে দ্বিতীয় গোলটি করেন দলের আরেক স্ট্রাইকার নানি। রোনালদোর কাছ থেকে পাওয়া বলে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
এরপর ম্যাচের বাকিটা সময় গ্যারেথ বেলের ওয়েলস গোল শোধে মরিয়া চেষ্টা করলেও পর্তুগালের রক্ষণদূর্গ ভাঙতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ওই দুই গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বেলদের।
এই ম্যাচে এক গোল করার মধ্য দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৯ গোল সাবেক ফরাসি তারকা মিশেল প্লাতিনির রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো। ফাইনালে আর একটি গোল করতে পারলেই রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারবেন সিআর সেভেন।
ইউরো চ্যাম্পিয়নশিপের অপর সেমিফাইনালে শুক্রবার রাত ১টায় মাঠে নামছে জার্মানি ও ফ্রান্সের। এই ম্যাচের বিজয়ী দল আগামী রোববার রাত ১টায় টুর্নামেন্টের ফাইনালে পর্তুগালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।