অবশেষে মৃত্যুর কাছে হার মানলো ঈদগাঁওর সম্ভাবনাময় ছাত্র শওকত আলী (২৭)। দীর্ঘ ২ বছর ব্লাড ক্যান্সারে আক্রান্ত এ যুবক ৩০ জুলাই বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজেউন)। সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৫ ব্যাচের মেধাবী ছাত্র।
তার বাড়ী ঈদগাঁও জাগির পাড়ায়। পিতা জাফর আলম কাঠ ব্যবসায়ী এবং বড়ভাই মোহাম্মদ আলী কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। মৃত্যুর পূর্বে শওকত চট্টগ্রাম হাজেরা তজু ডিগ্রী কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স শেষ করে। ৪ ভাই, ৩ বোনের মধ্যে সে ২য়।
৩১ জুলাই রোববার সকাল ১০টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।
দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত এ যুবককে বাঁচাতে ভারতে নেয়ার কথা বলেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা।
আর তাতে প্রয়োজন ছিল আনুমানিক ৪৫ লক্ষ টাকা। চিকিৎসার উক্ত খরচ যোগান দিতে তার সতীর্থরা তহবিলও গঠন করেছিল।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও নিউজ ডটকমের পক্ষে মোঃ রেজাউল করিম, এইচ.এন. আলম, মো. হামিদুল হক, এম ছরওয়ার সিফা, এম. আরমান জাহান, এম. আবুহেনা সাগর, নাছির উদ্দীন পিন্টু প্রমুখ।
অপর এক বার্তায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতসহ কর্মরত শিক্ষক ও কর্মচারীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।