স্টাফ করেসপন্ডেন্ট, ডেইলি কক্সবাজার :
কক্সবাজার সদরের খুরুস্কুল- চৌফলদন্ডি সংযোগ সেতুঁর উপর বখাটেদের ছুরিকাহত ১ জন গুরুতর আহত হয়েছে। বখাটে চক্রের কবল থেকে নারী সহ ২ জনকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অপহৃত ২ ব্যক্তি।
বৃহস্পতিবার পৌণে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, খুরুস্কুল ডেইলপাড়ার নুরুল বশরের ছেলে নুরুল আবছার ভুট্টো স্ত্রী সন্তানসহ , তার ছোট ভাই নুরকুদ্দুচ, বন্ধু জাহাংগীর আলম একটি আত্মীয়ের বাসা থেকে দাওয়া খেয়ে ফেরা পথে চৌফলদন্ডি-খুরুস্কুল সংযোগ সেতুঁর উপর আসেন।
সেখানে অপেক্ষমান একটি সংঘবদ্ধ চক্র তাদের উপর হামলা চালায়। এসময় নুরুল আবছারকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার স্ত্রীর স্বর্ণালংকার, অন্যান্যদের মোবাইল সেট লুট ছাড়াও দুই জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হচ্ছে, দক্ষিণ ডেইলপাড়ার জহির আলমের ছেলে জাহাংগীর আলম ও ছুরিকাহত জাহাংগীরের ভাই নুর কুদ্দুচ ।
ঘটনাটি জানাজানি হয়ে গেছে চৌফলদন্ডি ও খুরুস্কুল ইউনিয়নের মানুষ মুখোমুখি অবস্থান নেয়।
এলাকাবাসি জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে স্থানীয় নব নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন, মেম্বার জানে আলম ও কক্সবাজার সদর মডেলণ থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে আহত নুরুল আবছার ভুট্টো ও তার স্ত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভতি চৌফলদন্ডি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ওয়াস করিম বাবুলের পোষ্য লোকজন এ হামলার ঘটনাটি সংগঠিত করেছে দাবী করা হলেও খুরুস্কুল ইউপি চেয়ারম্যান এধরনের অভিযোগ সত্য নয় বলে দাবী করেন।
খুরুস্কুল ডেইলপাড়ার ইউটি সদস্য জানে আলম বলেন, অপহৃত জাহাংগীর ও নুর কুদ্দুচের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন সেটগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে।
খুরুসকুল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ইভটিজিং এর জের ধরে ঘটনাটি সংগঠিত হয়েছে। দু’টি ইউনিয়নবাসির মধ্যে বড় ধরনের সংঘাত হওয়া থেকে পুলিশ সহ আমরা পরিস্থিতি সামাল দিয়েছি।
তবে কারা ইভটিজার আর কারা হামলাকারী সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও তিনি বলেন, কক্সবাজার পৌর প্রশাসক মোস্তাক আহম্মদ চৌধুরীর মধ্যস্থতায় আগামী ৩দির পর চৌফলদন্ডি ও খুরুস্কুল ইউপি চেয়ারম্যানগণসহ উভয় পক্ষকে নিয়ে বসে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।