দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চরম দুর্দশায় পড়েছেন কক্সবাজারের জেলেরা। সাগর উত্তাল থাকায় গত ১০ দিন ধরে মাছ আহরণে যেতে না পারায় কষ্টে দিন কাটাচ্ছেন তারা। বোট মালিক সমিতি বলছে, বর্ষা মৌসুমে অধিকাংশ সময় সাগর উত্তাল থাকে, তাই এ সময় জেলেদের সরকারিভাবে সহায়তা দেয়া দরকার। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, এ মৌসুমে জেলেরা চাইলে তাদেরকে বিকল্প কর্মসংস্থানে সহায়তা করা হবে।
বাঁকখালী নদীর মোহনায় সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে হাজার হাজার মাছ ধরার ট্রলার। সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে মাছ আহরণে যেতে না পারায় বাঁকখালী নদীর ১০টি পয়েন্টে এ অবস্থা। গত ১০ দিন ধরে নোঙর করে রাখা ট্রলারের ওপর বেকার সময় পার করছেন জেলেরা। সাগরে মাছ আহরণে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় দিন কাটছে তাদের।
কক্সবাজার মহেশখালীর জেলে জিয়াউর রহমান জানান, বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকে বলে সাগরে মাছ ধরতে যেতে পারিনা, কাল ঈদ এখনো পরিবারের কাউকে কাপড়, জুতা বা কিছুই কিনে দিতে পারিনা নাই।
এ মৌসুমে জেলেদেরকে সরকারিভাবে সহযোগিতা করা প্রয়োজন বলে জানালেন জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান।
কক্সবাজার শহরের সমিতি পাড়ার জেলে আব্দুল্লাহ বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আমরা অনেকটা বেকার হয়ে যাই। তার উপর ঈদের খরচ সব মিলিয়ে চরম দুদর্শায় আছি। ট্রলার মালিকও কোন প্রকার আর্থিক সহযোগীতা করছেনা। যানিনা কি করবো।
তবে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, জেলেরা চাইলে এ সময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানে সহায়তা করা হবে। জেলা মৎস্য কর্মকর্তার দেয়া তথ্য মতে, কক্সবাজারে ৫ হাজার ২৪০টি মাছ ধরার ট্রলারে নিবন্ধিত জেলে রয়েছেন ৪১ হাজারের বেশি।