সোমবার শহরের জিরো পয়েন্টের হলিডে মোড়স্থ হোটেল এলিন পার্কের একটি কক্ষে তার লাশ পাওয়া যায় বলে কক্সবাজার সদর মডেল থানার এসআই মোঃ আব্দুর রহিম জানান।
তিনি জানিয়েছেন, “রোববার কক্সবাজার বেড়াতে এসে হোটেল এলিন পার্কে ওঠেন দুই ভাই অনম্বয় ও আনন্দ।
“ অনম্বয় সোমবার দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকতে দেখে কয়েকবার ডাক দেয় আনন্দ। এতে সাড়া না দিলে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসকরা অনম্বয়কে মৃত ঘোষণা করেন।”
রাতে অ্যালকোহল জাতীয় কিছু অতিরিক্ত পান করায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন এসআই রহিম।