কক্সবাজারের ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
২৬৬
বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার সালামত উল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে মামলার পলাতক আসামিদের বিষয়ে প্রতিবেদন দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এ মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। অপরদিকে আসামি সালামত উল্লার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও তারিকুল ইসলাম।
এ মামলার মামলার অন্যান্য আসামিরা হলেন, মৌলভী জকরিয়া শিকদার (৭৮) মো. রশিদ মিয়া বিএ (৮৩), অলি আহমদ (৫৮), মো. জালাল উদ্দিন(৬৩) ,মোলভী নুরুল ইসলাম (৬৩), মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল (৬৩) , মমতাজ আহম্মদ(৬০), হাবিবুর রহমান(৭০), মোলভী আমজাদ আলী(৭০), ,মৌলভী আব্দুল মজিদ(৮৫), বাদশা মিয়া (৭৩) ওসমান গণি (৬১) , আব্দুল শুক্কুর (৬৫), মোলভী সামসুদ্দোহা (৮২), মো. জাকারিয়া(৫৮), মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী (৫৮), মোলভী জালাল (৭৫) ও আব্দুল আজিজ (৬৮)।
এর আগে গত ২২ মে কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে এই মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়। তবে কারাগারে থাকা অবস্থায় আসামিদের মধ্যে ১ জন মারা যান। বাকি ৬ জন এখন কারাগারে রয়েছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কক্সবাজারের ছালামতউল্লাহ খান, রশিদ মিয়া, মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা গ্রামের বাসিন্দা মৌলভী নুরুল ইসলাম, মহেশখালী পৌরসভার পুটিবিলা মুহুরী ডেইলের বাসিন্দা জিন্নাত আলী এবং ঘরকঘাটা জামায়াতের মৌলভী ওসমান গনি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাত্তরে মহেশখালী দ্বীপে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে। এসবকল আসামিরা একাত্তরে স্থানীয় শান্তি কমিটির সভাপতি মৌলভী জাকারিয়ার ও সাধারণ সম্পাদক সাবেক এমপি রশিদ মিয়ার সহযোগী ছিলেন।
তবে ওই এলাকায় এখনো ৭০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর মধ্যে ৩১ জন বিভিন্ন সময়ে মারা গেছেন। বাকিদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।