কক্সবাজারের দু’টি সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রীনিবাস নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে। শিক্ষা প্রতিষ্ঠান দু’টি হচ্ছে কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ। জানা গেছে, ৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে এ কলেজ দু’টিতে পৃথক দুটি ছাত্রীনিবাস তৈরি করা হচ্ছে। প্রতিটি ছাত্রীনিবাস হচ্ছে ৫ তলা বিশিষ্ট। দু’টি ছাত্রী নিবাসের প্রত্যেকটিতে ১০০ জন করে ছাত্রীর আবাসনের ব্যবস্থা থাকবে। ছাত্রীনিবাস দু’টি নির্মিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রীদের দীর্ঘদিনের একটি প্রতিক্ষিত দাবি পূরণ হবে। ‘দেশের ৬৯ টি সরকারি কলেজের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ছাত্রী নিবাস দু’টির নির্মাণ কাজ ইতোমধ্যে পুরোদমে এগিয়ে চলছে। সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের পুরনো ছাত্রী নিবাসের পাশে ৪ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি ছাত্রী নিবাস এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে নির্মিত হচ্ছে ৫ কোটি টাকা ব্যয়ে অপর ছাত্রীনিবাসটি। শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে প্রকল্প দু’টির কার্যক্রম চলতি বছরের মধ্যে শেষ হতে পারে বলে জানা গেছে। গত ৬ মাস আগে শুরু হওয়া এ ভবন দু’টির নির্মাণ কার্যক্রম শেষ হলে কলেজ দু’টিতে অধ্যয়নরত দূর–দূরান্তের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসিক সংকট লাঘব ও পড়া–লেখার সুযোগ সৃষ্টি হবে। এমনটা মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে নিয়োজিত সরকারি সংস্থার প্রতিনিধিরা।