কক্সবাজারের ৩ পৌরসভার নির্বাচন মার্চে: প্রার্থীদের মাঝে তোড়জোড় শুরু
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
৩৪৫
বার পড়া হয়েছে
কক্সবাজারের ৩ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। কক্সবাজার সদর ছাড়া জেলার বাকী ৩ পৌরসভা যথাক্রমে চকরিয়া, মহেশখালী ও টেকনাফে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলার চার পৌরসভায় ২০১১ সালের ২৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু মামলাবাজির কারণে শপথ গ্রহণে প্রায় আড়াই বছর বিলম্ব ঘটায় কক্সবাজার সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৮ সালে। ইতোমধ্যে জেলার বাকী ৩ পৌরসভায় আগামী মার্চে অনুষ্টেয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় শুরু করেছেন।
জানা যায়, কক্সবাজার জেলার ৩ পৌরসভাসহ দেশের ১৫টি পৌরসভায় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী মার্চের মধ্যে এসব পৌরসভায় ভোটগ্রহণের চিন্তাভাবনা করা হচ্ছে। আর মার্চের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের আগেই এসব পৌরসভায় নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছে গণমাধ্যমকে। এরপরই কক্সবাজারের ৩ পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছে।
সূত্র জানায়, বর্তমানে ৪৮টি পৌরসভা নির্বাচন উপযোগী আছে। এর মধ্যে ১৫ পৌরসভার নির্বাচন আগামী মার্চে করা সম্ভব হবে। বাকীগুলোর মেয়াদ মার্চের পর বিভিন্ন সময়ে শেষ হবে। তারই আলোকে বাকী পৌরসভাগুলোতে বিক্ষিপ্তভাবে নির্বাচন করা হবে।
সূত্র আরও জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ২৮ মে’র মধ্যে দেশের বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে আগামী মার্চে কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও টেকনাফসহ দেশের ১৫টি পৌরসভার নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দেশের ২২৪টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়।