সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সোমবার ‘কবিতাশপথ’ নেবেন ভারত ও বাংলাদেশের কবিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মুহম্মদ নুরুল হুদা।
অনুষ্ঠানের সমন্বয়কারী কবি কামরুল হাসান বলেন, ভারতের ২৪ জন কবিসহ প্রায় ১০০ জন কবি এ আয়োজনে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, বেলা আড়াইটায় কবিরা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শান্তি-প্রগতির পক্ষে এবং সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে ‘কবিতাশপথ’ অনুষ্ঠিত হবে। পাঠ করা হবে ‘একুশের ঘোষণাপত্র’। তারপর সমুদ্রসৈকত অভিমুখে চলবে পদযাত্রা। বেলা সাড়ে তিনটায় সৈকতের ঝাউবাগানের কবিতা মঞ্চে চলবে একুশের আলোচনা সভা, কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে ফানুস উড্ডয়নসহ আরও আয়োজন থাকবে।