ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের তিন উপজেলার ১৯টি ইউপিতে ৫৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে টেকনাফের চার ইউনিয়নে চেয়ারম্যান পদের দুজনসহ ২২ প্রার্থী, কুতুবদিয়ার চার ইউপিতে চেয়ারম্যান পদে একজনসহ ১২ প্রার্থী এবং মহেশখালীর ছয় ইউপিতে চেয়ারম্যান পদে দুজনসহ ২০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিক আলম ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ হাবিব মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া বাহারছড়া ইউনিয়নে তিনজন, সেন্ট মার্টিনে দুজন, টেকনাফ সদর ইউনিয়নে সাতজন ও সাবরাং ইউনিয়নে আটজন সদস্য পদের প্রার্থী প্রত্যাহার করেছেন।
কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নজরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। লেমশীখালী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪ নম্বর ওয়ার্ডে ১ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। আলী আকবর ডেইল ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭,৮.৯ নং ওয়ার্ডে ১ জন প্রত্যাহার(ফেরদৌস বেগম) এবং সাধারণ সদস্য পদে ১,২,৩,৪,৫ নং ওয়ার্ডে ১ জন করে, ৮ নং ওয়ার্ডে ২ জনসহ প্রত্যাহার করেছেন ৭ প্রার্থী।
মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের ৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাস্টার রুহুল আমিন ও হোয়ানক ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সতন্ত্র প্রার্থী রুহুল আমিন বাবুল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তা ছাড়া ছোট মহেশখালী ইউনিয়নে ৪৫ সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে পাঁচ জন, কুতুবজোম ইউনিয়নে ৪৫ প্রার্থীর মধ্যে দুজন, ধলঘাটায় ৪৬ প্রার্থীর মধ্যে দুজন, মাতারবাড়িতে ৪৬ প্রার্থীর মধ্যে একজন, বড় মহেশখালীতে ৬৪ প্রার্থীর মধ্যে দুজন ও হোয়ানকে ৭১ জন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।