কক্সবাজারে প্রথম বারের মতো আয়োজিত কন্ঠশিল্পী প্রতিযোগীতা বীচ ভয়েজ হান্ট এর রেজিষ্টেশন চলছে।
কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কম্বা”র) উদ্যোগে অনুষ্ঠেয় এই প্রতিযোগীতার রেজিষ্টেশন চলবে আগামী ১৫ মে পর্যন্ত।
প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের নূন্যতম বয়স ১৪ বছর হতে হবে। জেলার প্রত্যেক উপজেলায় নির্ধারিত স্থানে পাওয়া যাচ্ছে প্রতিযোগীতার রেজিষ্টেশন ফরম।
এছাড়াও বিস্তারিত জানতে ০১৭১১ ৩১ ৬৯ ৫৪ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।