দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। এবারের ঈদুল ফিতরে কক্সবাজারের হোটেল সায়মনে যাত্রা করছে এই প্রেক্ষাগৃহ।
ডলবি সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক টুকে ডিজিটাল প্রজেকশান সিস্টেমসহ ২০০ আসনের এই প্রেক্ষাগৃহে থাকছে অত্যাধুনিক নানা সুযোগ-সুবিধা। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত এবং দেশের সবচাইতে বড় পর্যটন ক্ষেত্র কক্সবাজারে এই সিনেপ্লেক্স চালুর মধ্য দিয়ে স্থানীয় সিনেমাপ্রেমী ও পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ হলো।
ঈদুল ফিতরের দিন থেকে একসঙ্গে তিনটি হলিউড ছবি মুক্তির মধ্য দিয়ে যাত্রা করছে হলটি। ছবিগুলো হলো কনজুরিং ২, দ্য লিজেন্ড অব টারজান এবং দ্য জাঙ্গল বুক।