চালের মূল্য বৃদ্ধির খবর এর উপর ভিত্তি করে কক্সবাজারে বেড়ে গেছে চালের দাম। হঠাৎ চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিভ্রান্তিতে পড়েছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারা। একদিনের ব্যবধানে চালের প্রতি বস্তায় বৃদ্ধি পেয়েছে ১৫০-২০০ টাকা করে। যার ফলে খুচরা বিক্রেতাদের সাথে ক্রেতাদের বাকবিতন্ডা চলছে সর্বত্র। অভিযোগ রয়েছে মোকাবে চালের মূল্য বৃদ্ধি পেলেও ওই চাল এখনো কক্সবাজারে আসেনি।
হঠাৎ চালের দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। বস্তা প্রতি চালের দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে প্রতি কেজি চালের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫টাকা করে। এতে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বড় বাজারের পাইকারী বিক্রয়কারী প্রতিষ্টান গৌর ভান্ডার সুত্রে জানা যায়, চটের বস্তার অজুহাতে মোকামে চালের দাম বাড়ানো হয়েছে। চটের একটি বস্তার বাজার মূল্য ২০ টাকা, কিন্তু বস্তা প্রতি বাড়ানো হয়েছে সর্বোচ্চ ২০০ টাকা দরে। এতে কক্সবাজারের পাইকারি ব্যবসায়িদের কোন হাত নেই। কিন্তু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পাইকারি ব্যবসায়িদের বিরুদ্ধে। হঠাৎ চালের দাম বৃদ্ধি আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।
বড় বাজারের খুচরা ব্যবসায়ি আবদুল মজিদ জানিয়েছন, একদিনে প্রতিকেজি চালের মূল্য ৫টাকা করে বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা বিস্মিত হয়েছেন। অনেকেই চাল ক্রয় না করেই ফিরে গেছেন। কোন যৌক্তিক কারণ ছাড়া চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা আমাদের উপর ক্ষিপ্ত হচ্ছেন। পাইকাররি ব্যবসায়িরা মূল্য বাড়িয়ে দেওয়ায় আমাদের মূল্য বাড়াতে হচ্ছে।
শহরের বাহার ছড়া বাজারে ক্রেতা মোহাম্মদ জমির উদ্দিন জানিয়েছেন, হঠাৎ মূল্য বৃদ্ধির কারণে আমাদের বিপাকে পড়তে হচ্ছে। আমাদের বাজেটের সাথে সামঞ্জস্য হচ্ছে না এই মূল্য বৃদ্ধি। আমরা চাই প্রশাসন বাজার তদারকির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুক।