বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। ৪ জানুয়ারি সোমবার বিকেল ৫টায় লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক ও কক্সবাজার শহর যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ডালিম বড়–য়া।
সভায় বক্তারা বলেন- বায়ান্নের ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের বলিষ্ঠ নেতৃত্ব ইতিহাসে স্থান করে নিয়েছে। বাংলাদেশের ইতিহাস মানে ছাত্রলীগের ইতিহাস। মুক্তি সংগ্রামের ইতিহাস মানে ছাত্রলীগের ইতিহাস। দেশ ও জনগণের যে কোন কঠিন সময়ে ছাত্রলীগ দুর্বার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলো। আগামী দিনেও দেশের যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ আন্দোলন সংগ্রামে প্রস্তুত রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ছাত্রলীগ উন্নত সমুদ্ধ সুখী বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রণী ভুমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসাইন তানিম, সাধারণ সম্পাদক শাকিল আজম, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, কক্সবাজার আইন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ইসমাঈল সাজ্জাদ, যুগ্ন-আহ্বায়ক পলাশ শর্মা, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন, সাধারণ সম্পাদক ওয়াসিফ কবির, কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসাইন ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খোকন প্রমুখ।
এতে জেলা ছাত্রলীগ নেতা রাজিব দে রাজু, আবু সাদাত সায়েম, জালাল উদ্দিন মিঠু, মোনাফ সিকদার, আবেদ আনজুম লেদা, রউফ নেওয়াজ ভুট্টো, আলিফ-উজ-জামান শুভ, মারুফ ইবনে হোসেন, ইব্রাহীম আজাদ বাবু, মেহেদী হাসান, জাগির হোসাইন, সাখাওয়াত হোসাইন, মিজানুর রহমান হিমেল, নাজমুল হোসাইন শাকিল, ফিরোজ উদ্দিন খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।