সারাদেশের ন্যায় কক্সবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। “দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়” ওই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড: অনুপম সাহা এর নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালী দিয়ে শুরু হয় দদিবসটির কর্মযজ্ঞ। সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সিবিও প্রতিনিধি, কমিউনিাট স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজের প্রতিনিধি উক্ত র্যালীতে অংশগ্রহন করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক, সিপিপি’র উপজেলা টীম লিডার মাষ্টার মো: হোসাইন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, কোডেক এর প্রকল্প সমম্বয়কারী রতন চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তাগন জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রমের পাশাপাশি এ জেলায় বিভিন্ন বেসরকারী সংস্থার মাধ্যমে ঝুঁকিপুর্ন এলাকায় দুর্যোগ মোকাবেলা কার্যক্রম সহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং যেহেতু এ অঞ্চলটি দুর্যোগে ঝুঁকিপুর্ন বিধায় সর্বস্তরের জনগনকে আরও দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয় সম্পর্কে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই দুর্যোগ বিষয়ে তথ্য জানাতে হবে। এ ছাড়া এলাকার মানুষ ভূমিকম্প সম্পর্কে তেমন সচেতন নয়, তাদেরকেও সচেতন করা জরুরী ।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, কফিল উদ্দিন মাহমুদ ও মোশাররফ হোসাইন।