২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে ‘মিথ্যা ও কাল্পনিক’ সংবাদ প্রচারের দায়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার কক্সবাজারে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অরুণ পালের আদালতে মামলাটি দায়ের করেন বলে জানান বাদীর আইনজীবী ফখরুল ইসলাম গুন্দু।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিথ্যা ও কাল্পনিক সংবাদ পরিবেশনের কারণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার সংগঠনের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে।
এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহকৃত তথ্য যাচাই-বাছাই না করে ডেইলি স্টার পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। মিথ্যা ও কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে পত্রিকাটি সংবাদ প্রকাশিত করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঐতিহ্যবাহী সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এ কারণে বাদী সংক্ষুদ্ধ হয়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানহানি মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিচারক মামলাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় জানান, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। এমন দলের সভানেত্রীর নামে মিথ্যা ও কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে ডেইলি স্টার পত্রিকা সংবাদ প্রচার করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।