1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
কক্সবাজারে তিন উপজেলা চালাচ্ছেন এক কর্মকতা! - Daily Cox's Bazar News
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

কক্সবাজারে তিন উপজেলা চালাচ্ছেন এক কর্মকতা!

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

!-excl-logoমো. আনোয়ার হোসেন। কুতুবদিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা। গত ৩-৪ বছর পূর্বে কুতুবদিয়া উপজেলায় যোগদান করেছেন তিনি। বর্তমানে এ কর্মকর্তা সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেকুয়া উপজেলা ও মহেশখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। ব্যাপক আগ্রহ ও বেশ খুশি মনে এ তিন উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা হিসেবে বেশ দাপটের সাথেই দায়িত্ব পালন করছেন মো. আনোয়ার। একজন কর্মকতাকে তিন উপজেলায় দায়িত্বে দেয়ায় সংশ্লিষ্ট সরকারী দফতরে নানা অনিয়ম দূর্নীতির বাসা বেঁধেছে। তিন উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের ইচ্ছেমতো দায়িত্ব পালন করছেন। পেকুয়া ও মহেশখালী উপজেলায় সমাজসেবা কর্মকর্তার পদ শুন্য হওয়ায় সরকারী এ দফতর থেকে লোকজন কাঙ্খিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তিন উপজেলার সমাজ সেবা কার্যালয় সরেজমিনে ঘুরে এসে এ তিন উপজেলার সচেতন লোকজনের সাথে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পেকুয়া উপজেলা প্রতিষ্টার একযুগের অধিক সময় পার হলেও এখানে সমাজসেবা কর্মকর্তা হিসেবে কাউকে পদায়ন করেনি সংশ্লিষ্ট সমাজসেবা অধিদপ্তর। চকরিয়া অথবা কুতুবদিয়া সমাজসেবা কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় পেকুয়া সমাজ সেবা কার্যালয়ের। সরকারী এ জনগরুত্বপূর্ণ অফিসে কর্মকর্তা না থাকার সুবাধে এখানে কর্মরত গুটিকয়েক ইউনিয়ন সমাজকর্মী অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের ইশারায় নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। প্রতিবন্ধী ভাতার বই বিতরণে উৎকোচ গ্রহণ, বয়স্ক ভাতার বই বিতরণে উৎকোচ, সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভূক্ত এতিমখানার ছাত্রদের অনুদান বিতরণের সময় ঘুষ গ্রহণসহ এমন কোন দূর্নীতি নেই যা পেকুয়া সমাজ সেবা কার্যালয়ে সংগঠিত হয় না।
অভিযোগ রয়েছে, গত কিছু দিন পূর্বে পেকুয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন হয়রানীর উদ্দেশ্যে পেকুয়া সমাজসেবা কার্যালয়ে কর্মরত ইউনিয়ন সমাজ কর্মী আমজাদ হোছাইনকে ভূঁয়া অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সমাজকর্মী হিসেবে দায়িত্ব থাকলেও মো. ইকরাম প্রতিনিয়তই অফিসে বসে বসে সময় পার করেন। উজানটিয়া ইউনিয়নে কোন সময় পরিদর্শন করেছে কিনা সেটা নিয়েও স্থানীয়দের মাঝে ব্যাপক সন্দেহ’র সৃষ্টি হয়েছে। অপরদিকে মহেশখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ে নানা অনিয়ম-দূর্নীতি চলছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী ইকরাম এর সাথে আঁতাত করে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা আনোয়ার হোসেন তাদের দফতরের বিভিন্ন খরচের ভূঁয়া বিল ভাইচার দেখিয়ে প্রতি মাসে সরকারী বিপুল পরিমান টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন। বিভিন্ন মামলা-মোকাদ্দমার তদন্তে ও সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনের চাহিদামতো উৎকোচ না পেলে বাদী-বিবাদীদের চরমভাবে হয়রানী করেন।
অভিযোগের সূত্রে জানা গেছে, গত কয়েক মাস পূর্বে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের টইটং ইউনিনের প্যানেল চেয়ারম্যান কবির আহমদসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে টইটংয়ের পোরাদিয়া গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী একটি মামলা আদালতে দায়ের করেন। আর মামলাটি আদালত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পেকুয়ার সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেয়। পরে মামলার বাদী-বিবাদী উভয় পক্ষকে নোটিশ দিয়ে পেকুয়া সমাজসেবা কর্মকর্তা তার দফতরে ডেকে পাঠান। একপর্যায়ে মামলার প্রতিবেদন পক্ষে-বিপক্ষে আদালতে দাখিলের কথা বলে সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী-বিবাদীদের কাছ থেকে মোটা অংকের ঘুষ দাবী করেন।
এ প্রসঙ্গে কবির মেম্বার জানান, তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা আদালতে দায়ের হলে তা তদন্তের জন্য দেওয়া সমাজসেবা কর্মকর্তাকে। সমাজসেবা কর্মকর্তা মামলার প্রতিবেদন আদালতে প্রেরনের নামে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা ঘুষ দাবী করেছিলেন। অনুরূপভাবে মামলার বিবাদী জনৈক প্রবাসীর স্ত্রীর কাছ থেকেও ২০ হাজার টাকা ঘুষ দাবী করেছিলেন আনোয়ার হোসেন। সর্বশেষ সমাজসেবা কর্মকর্তার ঘুষ দাবির টানা হেঁছড়ায় ওই মামলার বাদী-বিবাদীরা মিলেমিশে আদালতে আপোষনামা দাখিল করে সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনের ঘুষ দাবীর কবল থেকে নিস্তার পান। এরকম আরো অসংখ্য মামলার বাদী-বিবাদীদের চরমভাবে হয়রানী করা হচ্ছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছেন।
কুতুবদিয়া সমাজসেবা কার্যালয় সুত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে কুতুবদিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সুবাধে আনোয়ার হোসেন নানা অনিয়ম ও দুর্নীতি করে বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় জামায়াত-শিবির ও বিএনপির রাজনীতির সাথে সক্রিয় দলীয় লোকজনের সাথে সরকারী এ কর্মকর্তার বিশেষ দহরম-মহরম সম্পর্ক চোখে পড়ার মতো।
আরো জানা গেছে, সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন তার জন্য কুতুবদিয়া উপজেলা পরিষদের অভ্যন্তরে বরাদ্দের সরকারী বাসায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া চট্টগ্রাম কলেজের সাবেক এক শিবির নেতাকে আশ্রয় দিয়েছেন। গত কয়েক বছর ধরে বিনা বাধায় ওই শিবির নেতা সরকারী বাসায় খোদ সরকারী কর্মকর্তার আশ্রয়ে-প্রশ্রয়ে থাকার বিষয়টি ভাবিয়ে তুলেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে।
ওয়াকিবহাল মহল জানান, ওই শিবির নেতার বাড়ি টেকনাফে। তিনি কুতুবদিয়ার একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকুরীর সুবাধে সমাজসেবা কর্মকর্তার সাথে সরকারী বাসায় থাকছেন।
এসব অভিযোগের ব্যাপারে সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন’র ব্যক্তিগত মোবাইল নাম্বারে মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকাল ৫টার দিকে একাধিকবার ফোন করা হলেও তার সংযোগ বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরে তার বক্তব্য পাওয়া গেলে গুরুত্বসহকারে ছাপানো হবে।
এ ব্যাপারে সমাজ সেবা অধিদপ্তরের কক্সবাজারের উপ-পরিচালক (ডিডি) প্রীতম কুমার চৌধুরী’র সাথে মোঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, এসব তথ্য তাঁর জানা ছিলনা। খোঁজ খবর নিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications