কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এ্যডভোকেসী সভা।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলসহ সবর্ত্রের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এ জন্যে চিকিৎসক, জনপ্রতিনিধিসহ সকলকে ইগোভাব ঝেড়ে ফেলে অবহেলিত জনগণের পাশে যেতে হবে।
জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো: নুরুল আলম, সিভিল সার্জন ডা: পু চ নু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: আলী হোসেন প্রত্যন্ত অঞ্চলে পরিবার পরিকল্পনা সম্পর্কিত সমাবেশ করে জনগণকে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে অবহিত করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহবান জানান।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় পদস্থ সরকারী কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধিসহ ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত সভায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশুর মৃত্যুর হার হ্রাস, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় ।