কক্সবাজারে শুরু হয়েছে জেলা উন্মুক্ত মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগীতা। জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়াম সংলগ্ন টেনিস মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
এ সময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সেলিনা রহমান, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।তিন দিনব্যাপী এই টূর্ণামেন্টে একক ও দ্বৈত বিভাগে জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫জন প্রতিযোগী অংশ নিচ্ছে।