কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানের পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার্থীদের প্যারালাইসিস, টিউমার, টাইফয়েডসহ ১০ ধরনের রোগের ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এসব চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া পৃথক দু’টি মেডিক্যাল টিম এসব চিকিৎসা দিচ্ছে। গণস্বাস’্য নামের বেসরকারি উন্নয়ন সংস’া এ চিকিৎসা সেবার আয়োজন করে। ইতোমধ্যে গত ১৫ দিনে ওই এলাকার মৈষকুম প্রাথমিক বিদ্যালয়, ডাকভাঙা প্রাথমিক বিদ্যালয় ও বান্দরবান জেলার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামেরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার অসুস’ শিক্ষার্থীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
মেডিক্যাল টিমের প্রধান শিশু বিশেষজ্ঞ ডা. মো. জুবায়ের আহম্মেদ সোহাগ জানান, কক্সবাজার ও বান্দরবানের দুর্গম এলাকায় যেসব শিক্ষার্থী টাকার অভাবে কিংবা অনুন্নত যোগাযোগ ব্যবস’ার কারণে চিকিৎসা নিতে পারছে না মূলত তাদেরকে চিকিৎসা দিচ্ছি।
ক্যাম্পের ডাক্তার ডা. শায়লা শারমিন রাফা জানান, আমরা গর্ভবতীদের চেকআপ, বন্ধ্যাত্ব, প্যারালাইসিস, টিউমার, কোয়াশিয়রকর, এপেন্ডিসাইটিস, পেট ব্যথা অপুষ্টিজনিত দুর্বলতা কৃমি, উচ্চরক্ত চাপ, টাইফয়েড, ক্ষুধামন্দা, রক্তস্বল্পতা, মাথাঘোরা, পিঠে ব্যথা, পা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মুখে ঘা, কোমর ব্যথা ইত্যাদি রোগের চিকিসা সেবা দিচ্ছি।
বেসরকারি উন্নয়ন সংস’া গণস্বাস’্য কেন্দ্রের কক্সবাজারের ইনচার্জ মো. জোনাব আলী বলেন, ‘শিক্ষাথীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও আমরা চিকিৎসা সেবা দিচ্ছি।
এ মেডিক্যাল টিম চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত চিকিৎসা দেবে।’ ঢাকা-কক্সবাজারের ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার এ মেডিক্যাল ক্যাম্পে যোগ দিয়েছেন বলে জানান তিনি।