‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’ সেøাগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের আয়োজনে বাংলা বর্ষ ১৪২২ কে বিদায় জানালো গান, কবিতা আর নৃত্যের মধ্য দিয়ে।
বিকাল ৫টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নাট্য ব্যক্তিত্ব তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, ঝিনুকমালা খেলাঘর আসর, বেলাভূমি খেলাঘর আসর, উদীচী সংগীত নিকেতন, কক্সবাজার শিল্পী গোষ্ঠী ও গানের দল গানবাজ এর সাংস্কৃতিক কর্মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ যথাক্রমে কল্যাণ পাল, ওয়াহিদ মুরাদ সুমন, রিদুয়ান আলী, আববক্কর ছিদ্দিক খোকন, শহীদুল্লাহ শহীদ, মনির মোবারক, তাপস বড়–য়া, সৌরভ দেব, অন্তিক চক্রবর্তী, শাহানা মজুমদার চুমকী, ইসমত আরা ইসু, দীপক শর্মা দীপু প্রমুখ।
আজ বাংলা নববর্ষ ১৪২৩ বরণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। কর্মসূচীর মধ্যে সকাল ৬টা থেকে নববর্ষের আগমনী গান, সকাল ৭টায় বর্ণাঢ্য র্যালী, র্যালীর পর বিকাল পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষ বরণের এই আয়োজনে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।