কক্সবাজারে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘুমন্ত লোকজন প্রচন্ড ঝাকুনিতে থেকে জেগে উঠে এবং আতংকিত হয়ে রাস্তায় নেমে আসে।
এদিকে রাজধানীসহ দেশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া যাচ্ছে। আজ সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭মিনিটের দিকে কক্সবাজারে এ কম্পণ অনুভূত হয়।তবে কক্সবাজারের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে বলে জানা গেছে।