দুই দিনের সরকারী সফরে কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। সংক্ষিপ্ত এই সফরে তিনি ২১ তম আন্তঃক্লাব শ্যূটিং প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ১৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত হবেন মন্ত্রী। এরপর তিনি হোটেল কক্স-টুডেতে অবস্থান করবেন। পরে বিকেল সাড়ে ৫ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ২১ তম আন্তঃক্লাব শূটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাত ৯ টায় হোটেল কক্স টুডেতে বাংলাদেশ শূটিং ফেডারেশন কর্তৃক আয়োজিত নৈশভোজে অংশ নিবেন। ২০ মার্চ সকাল ১০ টায় আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে তিনি কক্সবাজার ত্যাগ করবেন।