কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে আজ সোমবার বিকালে ছিল কবিদের মিলনমেলা । ভারতের ২১ জনসহ দেশের ৭০জন কবি শহীদ মিনারে পুস্পমাল্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন । এরপর কবিতাশপথ করেন কবিরা । তারপর চলে একুশের আলোচনা, কবিতাপাঠ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্টান ।