সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাধারন সম্পাদক অন্তিক চক্রবর্তীর উপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার দুপুরে সদরের ঝিলংজার পাওয়ার হাউস এলাকায় এ ঘটনা ঘটেছে।
ছাত্র ইউনিয়ন জেলা সংসদ এর সাধারন সম্পাদক অন্তিক চক্রবর্তী জানান, কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট ক্যাম্পাস থেকে কক্সবাজার শহরে ফেরার পথে ঝিলংজা পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় ৩-৪ জনের দুষ্কৃতিকারী আকষ্মিক ঢিল ছুঁড়ে। এতে তার হাতে এবং মাথায় আঘাত লাগে।
এসময় স্থানীয় কয়েকজনের সহযোগীতায় তাঁকে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। এ ঘটনার পর ছাত্র ইউনিয়ন নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বের করে।
উক্ত প্রতিবাদ সভায় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শহিদুল্লাহ শহিদ, মোসাদ্দিক হোসেন আবু, আজিজ রিপন , সহ সাধারন সম্পাদক পাভেল দাশ, রাহুল মহাজন, শয়ন বিশ্বাস, উত্তম মারমা ও একরামুল হক।
এছাড়া জেলা এবং শহর শাখার নেতাকর্মিরাও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
বক্তারা অন্তিক চক্রবর্তীর উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।