জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কক্সবাজারে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয় থেকে জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত সভাপতি হাজী মোঃ ইলিয়াছ এমপি, নারী নেত্রী খুরশেদ আরা হক এমপি ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে বের করা হয় বণার্ঢ্য র্যালি। বাদ্যযন্ত্রসহকারে শ্লোগানে শ্লোগানে র্যালিতে মুখরিত হয়ে উঠে পর্যটন নগরীর রাজপথ।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে হাজী মোঃ ইলিয়াছ এমপি’র সভাপতিত্বে ও মফিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন-তৃণমুলে সু-সংগঠিত হয়ে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাতকে আরো বেশী শক্তিশালী করার মাধ্যমে পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন-জাতীয় পার্টির নেতা মেহেরুজ্জামান, কামাল উদ্দিন, নাজেম উদ্দিন চেয়ারম্যান, মোশাররফ হোসেন দুলাল, মহিলা পার্টির আসমাউল হুসনা, মোটর শ্রমিক পার্টির মিজানুর রহমান।