ডেইলি কক্সবাজার প্রতিবেদক :
শোকাবহ আগস্টের প্রথম দিনে ( ১ আগস্ট) সকাল থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চলছে।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাবুবুল হক মুকুল,মাহামুদুল হক চৌধুরী,
এডঃ অরুপ বড়ুয়া তপু,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক জেলা সভাপতি রহিম উদ্দিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উজ্জল কর, হাজি এনামুল হক,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আজিম কনক , কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু সহ নেতৃবৃন্দ।
কক্সবাজার জেলা ছাত্রলীগ ও মেডিকেল কলেজ ছাত্রলীগের সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি চলছে বলে জানা গেছে।