কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থা চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহ হতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন লন টেনিস মাঠে ‘‘জেলা উন্মুক্ত মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৬’’ এর আয়োজন করতে যাচ্ছে।
প্রতিযোগিতায় আগ্রহী মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়গণকে আগামী ২০/০১/২০১৬ইং তারিখের মধ্যে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা গোপাসেন (০১৭১৪৩৭১৬০৩) অথবা দিলীপ চৌধুরী, অফিস কর্মাধ্যক্ষ জেলা ক্রীড়া সংস্থা (০১৯১০২৮৫৪৪৩), বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ভবন, কক্সবাজার এর নিকট এন্ট্রি ফিঃ একক-৫০/-(পঞ্চাশ) টাকা ও দ্বৈত-১০০/-(দুইশত) টাকা জমা দিয়ে নাম অন্তভূক্ত (এন্ট্রি) করার জন্য অনুরোধ জানানো হল।