বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৫-১৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গতকাল (১১/০৪/১৫) দুপুর ১২টায় কুমিল্লার উদ্দেশ্যে কক্সবাজার জেলা ক্রিকেট দল রওনা দেয়। কক্সবাজার জেলা ক্রিকেট দলকে তিনটি জেলা টীমের মুখোমুখি হতে হবে যথাক্রমে ১২ এপ্রিল খাগড়াছড়ি জেলা দল, ১৪এপ্রিল নোয়াখালী এবং ১৫ এপ্রিল চট্টগ্রাম জেলা ক্রিকেট দলের সাথে। অনূর্ধ্ব-১৬ কক্সবাজার জেলা দলের খেলোয়াড়গণ হলঃ- রুহুল্লাহ, সালমান মাহমুদ জিহান, ইবাদুল ইসলাম হাছিব, ইমরান হোসেন, মোঃ শাহিন, রিদুয়ানুল হক, সাজ্জাদ হোসেন, সাইদ হাসান ফরহাদ, আমিনুল ইসলাম রানা, ছোটন বশির, পার্থ সারথি দাশ, আবু বক্কর, রাহিনুল ফয়েজ, পাভেল শর্মা নয়ন, অতিরিক্ত: এনামুল, শাকিল, আদর, রাকিব, ইব্রাহিম, জাবের। কোচ- আশরাফুল আজিজ সুজন ও ম্যানেজার- আজমল হুদা। গতকাল জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে অনূর্ধ্ব-১৬ কক্সবাজার জেলা ক্রিকেট দলকে বিদায় জানানো হয়। বিদায়কালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, ডিএসএ নির্বাহী সদস্য আলী রেজা তসলীম। বিদায় বেলায় উপস্থিত সকলে অনূর্ধ্ব-১৬ জেলা ক্রিকেট দলের সাফল্য কামনা করেন এবং জেলাবাসীর কাছে দোয়া কামনা করেন।