1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ান - Daily Cox's Bazar News
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ান

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

boli-khela-coxsbazar-2016কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলায় রামুর দিদার ও উখিয়ার শমশু বলি যৌথভাবে চ্যাম্পিয়ান হয়েছে। ১৬ এপ্রিল শনিবার বিকালে চ্যাম্পিয়ানশীপ ম্যাচে কোন ফলাফল না আসায় মেলা কর্তৃপক্ষ দুজনকে যৌথ চ্যাম্পিয়ান ঘোষনা করে।

খেলায় ৪০ মিনিটেরও বেশী লড়াই করে দিদার ও শামশু কেউ কাউকে পরাস্ত করতে পারেনি। তবে খেলার পুরো সময়জুড়ে ছিলো টানটান উত্তেজনা। চমৎকার কান্ড হচ্ছে, শুরুতে দিদারকে হারিয়ে দিতে বসেছিলেন বলীখেলার ‘নতুন রাজা’ উখিয়ার শামশু বলী। একদম শুরুতেই দিদার বলী শামশু বলীকে হারাতে গিয়ে নিজেই হারতে বসেছিলেন। দিদার শামশুকে কুপোকাত করতে গেলে উল্টো পরিস্থিতি সৃষ্টি হয়ে শামশুর বাহুবন্দি হয়ে যান। এমনকি দিদারকে শূন্যে তুলেও ফেলেছিলেন শামশু। সাধারণ খেলায় এটাকে পরাজয় ধরা হলেও টুর্ণামেন্টের এক নাম্বার খেলা হওয়ায় এই যাত্রায় রক্ষা হয় দিদারের।

এরপর দীর্ঘক্ষণ দু’জনের মধ্যে চলে মৃদ্যু লড়াই। কেউ কাউকে ধরা দিচ্ছিল না সহজে। প্রায় ২০ মিনিটের বেশী সময় ধরে এভাবে চলার পর আয়োজক কর্তৃপক্ষ তাদের সময় বেঁধে দেন। শেষের পর্যায়ে দু’জনকে ১০ মিনিট সময় বেঁধে দেন। এই সময়ে দু’জনই উত্তেজনাকর লড়াই করলেও পয়েন্টের দিক দিয়ে এগিয়ে ছিলেন দিদার বলী। তবে শামশু বলীও কম যাননি। তিনিও দিদার বলীকে হুমকির মুখে রেখেছিলেন।

a7e2e7e7fe765a55515509db70f2da2c-67_BALI-5এর আগে দ্বিতীয় ও তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় খেলায় বিজয়ী হন চকরিয়ার তারেক বলী। বিজিত হয় মহেশখালীর বজল বলী। তৃতীয় খেলায় বিজয়ী হয় ভুলু বলী। বিজিত হয় শাহাব উদ্দীন বলী। এর সাথে চলে একটি মেয়েদের খেলা। মেয়েদের খেলায় বিজয়ী হয় প্রিয়া ও বিজিত হয় রোকসানা।

গতকাল বলীখেলার প্রথম দিনে তিনটি ক্যাটাগরিতে জেলার বিভিন্ন স্থানের ৮১ জন বলী অংশ নেন।

শনিবার ব্যাপক উৎসব মুখর পরিবেশে খেলার শেষ দিন কক্সবাজার স্টোডিয়ামে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। ঐতিহ্যবাহী ডিসি সাহেবের দু’দিন ব্যাপী বলী খেলা শুক্রবার শুরু হয়। গ্রামাঞ্চল থেকে হাজার হাজার দর্শক ভিড় জমায় স্টেডিয়ামে।

ডিসি সাহেবের এই বলী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আলী হোসাইন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সোবহানসহ আরো অনেক অতিথি। অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

খেলা শেষে পুরুস্কার বিতরণকালে  জেলার জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন বলেন, ১৯৫৬ সাল থেকে কক্সবাজার স্টেডিয়ামে চলছে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা। ঐতিহ্যবাহী বলীখেলাকে জাতীয় ক্রীড়া পরিষদ নিবন্ধন করে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে বাংলাদেশসহ পৃথিবীর সকল মানুষের মাঝে জনপ্রিয় খেলা হিসেবে তুলে ধরতে পারেন

উল্লেখ্য, ১৯৫৬ সালে ‘এসডিও সাহেবের বলীখেলা’ নামে এই খেলা শুরু। ১৯৮৪ সালে কক্সবাজার মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। এরপর এই খেলা ডিসি সাহেবের বলীখেলা নামে পরিচিতি পায়।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications