1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
কক্সবাজার পৌর এলাকার উন্নয়নে ৮ কোটি টাকার প্রকল্প - Daily Cox's Bazar News
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

কক্সবাজার পৌর এলাকার উন্নয়নে ৮ কোটি টাকার প্রকল্প

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে
coxsbazar-porosova-logo--dcচলতি ২০১৫-১৬ অর্থ বছরে কক্সবাজার পৌরসভার উন্নয়ন খাতে প্রায় ৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই প্রকল্পের অধিনে পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার, ড্রেন, কালভার্ট, গাইডওয়াল ও দোকান ঘর নির্মাণ এবং পৌর ভবন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন খাত থেকে প্রাপ্ত উন্নয়ন সহায়তা, বিশেষ বরাদ্দ এবং পৌরসভার রাজস্ব তহবিল থেকে গৃহিত প্রকল্পের পুরো অর্থ ব্যয় করা হবে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে দরপত্র (টেন্ডার) আহবান করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্নের পর প্রকল্পের ধরন অনুসারে ঠিকাদারদের পরবর্তী সবনি¤œ ৬০ থেকে সর্বোচ্চ ৩৬০ দিনের মধ্যে পুরো কাজ শেষ করতে হবে।  বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান।
গতকাল রোববার রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে গৃহিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরবাসীর নাগরিক সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
কক্সবাজার পৌরসভা সূত্র জানিয়েছে, চলতি বছরে কক্সবাজার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উন্নয়নমুলক কাজ হবে। গৃহিত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে বড় কয়েকটি প্রকল্প হলো, ২০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার সমিতি বাজার মইন উদ্দীনের বাড়ি থেকে উত্তর দিকে নাজিরারটেক রোড এইচবিবি ও ক্রস ড্রেণ নির্মাণ, লালদীঘির পশ্চিম পাড়ে ৬০ লাখ টাকা ব্যয়ে মার্কেট নির্মাণ, ২০ লাখ টাকা ব্যয়ে পৌর সুপার মার্কেটের চতুর্দিকে রাস্তা নির্মাণ, ১০ লাখ টাকা ব্যয়ে পুরাতন ডাম্পিং স্টেশনের জায়গায় সুইপার কলোনি নির্মাণ, ১৫ লাখ টাকা ব্যয়ে এন্ডার সড়কের পটহোল মেরামতসহ সিলকোটকরণ, এসএম পাড়া পুকুরের পশ্চিম পাড় ও উত্তর পাড়ে রিটেইনিং ওয়ালসহ রাস্তা নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যয়ে পেতা সওদাগর পাড়া ডাম্পিং গ্রাউন্ডের রাস্তা নির্মাণ, ১৫ লাখ টাকা ব্যয়ে সাহিত্যিকা পল্লীর এতিমখানার সেমি পাকা ভবন নির্মাণ ও সাহিত্যিকা পল্লী জামে মসজিদের বারান্দা নির্মাণ, ১৫ লাখ টাকা ব্যয়ে বৈদ্যঘোনা বিবি হাজেরা জামে মসজিদ নির্মাণ, সম পরিমান অর্থ ব্যয়ে মোহাজের পাড়া জামে মসজিদের ২য় তলা নির্মাণ, কেসিদে রোডে বক্স কালভার্ট ও রাস্তা নির্মাণ, ঝাউতলা ২ নং গলি রাস্তাসহ ড্রেন নির্মাণ, ২০ লাখ টাকা ব্যয়ে বালিকা মাদ্রাসা রোড গাইডওয়ালসহ রাস্তা মেরামত, ১২ লাখ টাকা ব্যয়ে সার্কিট হাউজ রোড়ের পাশে ড্রেণ নির্মাণ, আদর্শগ্রাম এলাকায় ড্রেনসহ রাস্তা নির্মাণ, ১২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মোহামম্মদীয়া গেস্ট হাউস থেকে লাইট হাউজ পর্যন্ত ড্রেন ও ক্রস ড্রেন নির্মাণ, ২০ লাখ টাকা ব্যয়ে পুরাতন পৌর ভবনের ৩য় তলার নির্মাণ কাজ, ১৯ লাখ টাকা ব্যয়ে পেশকারপাড়া কমিউনিটি ক্লিনিক, ফোরকানিয়া হাফেজ খানা ও প্রার্থনা কক্ষ নির্মাণ, বাস টার্মিনালের উত্তর পাশে ১৫ লাখ টাকায় ড্রেনসহ টপ স্লাব নির্মাণ, ২০ লাখ টাকা ব্যয়ে কালুর দোকান হতে বড়–য়া পাড়া রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন কাজ, ১২ লাখ টাকায় পুর্ব পেশকার পাড়া ফুলবাগ সংযোগ সড়ক ড্রেন, ক্রস ড্রেন ও রাস্তা আরসিসিকরণ কাজ, সম অর্থ ব্যয়ে হাবিবুল্লাহ বহদ্দারের বাড়ি থেকে কুমিল্লা পাড়া হয়ে বেড়িবাঁধ পর্যন্ত কুমল্লা পাড়া হয়ে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা নির্মাণ প্রভৃতি।
এছাড়াও ১০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার হ্যাচারীর মুখ থেকে এসকি এলাহী দরবার পর্যন্ত এইচবিবি দ্বারা উন্নয়ন ও ক্রস ড্রেন নির্মাণ, সম পরিমান অর্থ ব্যয়ে মধ্যম কুতুবদিয়া পাড়া খালের পাশে আরসিসি প্যালাসাইডিংসসহ রাস্তা নির্মাণ, ১০ লাখ টাকা ব্যয়ে কক্সবাজার মাল্টিমিডিয়া স্কুল রোড সলিং দ্বারা উন্নয়ন ও কুতুবদিয়া পাড়ার পুরাতন ব্রীজ মেরামতকরণ, সম পরিমান ব্যয়ে মধ্যে নুনিয়ারছড়া ড্রেনসহ রাস্তা নির্মাণ, নতুন ফিশারী পাড়া ড্রেনসহ রাস্তা নির্মাণ, পুর্ণ নতুন বাহারছড়া গাইডওয়ালসহ রাস্তা নির্মাণ, উত্তর নুনিয়ারছড়া বড় কবরস্থানের উত্তরপাশে রাস্তাসহ ড্রেন নির্মাণ, ৭ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা মাস্টার শফির বাসার সামনের রাস্তা কার্পেটিংকরণ কাজ ও কক্সবাজার কেজি স্কুলের রাস্তা মেরামত, ১০ লাখ টাকা ব্যয়ে নুনিয়ারছড়া বাইলেন নির্মাণ, ৫ লাখ টাকা ব্যয়ে বাঁশি সওদাগরের বাড়ি হতে মোবারকের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণসহ আরো বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications