কক্সবাজার সরকারী মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ দুপুরে কক্সবাজার সরকারী মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সরকারী ছাত্রাবাসের ফরম বিতরনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের রুমে আটকিয়ে রেখে জোর পূর্বক বেসরকারী ছাত্রাবাসে থাকার ফরমে পূরন করিয়ে নেয় ছাত্রলীগের একাংশ। সংঘর্ষের পরপর কক্সবাজার মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সভপতি ডাঃ রিপনের চৌধুরীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।
কক্সবাজার সরকারী মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জানিয়েছে, আজ দুপুরে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্টান শেষে নতুন ছাত্রদেরকে সরকারী ছাত্রবাসে ফরম বিতরণ করা হচ্ছিল। এই সময় ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি ডাঃ রিপন চৌধুরী , ৫ম বর্ষের ছাত্র জাহিদ হোসেন ও মুন্তাহার মৌ, মিনহাজ ভূইয়া, মোস্তফা ইমন চৌধুরীর নেতৃত্বে ১৫-২০ জন নতুন ছাত্রছাত্রী ও অভিভাবকদের রুমে আটকিয়ে রেখে সরকারী হোষ্টেলের ভর্তির ফরম কেড়ে নেয়া হয়। এসময় তারা ঐ ছাত্রদের জোর পূর্বক বেসরকারী ছাত্রাবাসের থাকার ফরম পূরন করিয়ে নেয়। এ সময় ছাত্রলীগের অপর পক্ষ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত ৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আজ সন্ধ্যায় মেডিকেল কলেজের জরুরী সভার আহবান করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানিয়েছেন, মেডিকেল কলেজের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।