সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য শহরের উঃ নুনিয়াছটা নিবাসী হাজী আবু তালেবের ছেলে এডভোকেট আবদুল মাবুদ গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন ( ইন্না – – -রাজেউন)।
শুক্রবার বেলা ২টায় উত্তর নুনিয়াছটায় মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এডভোকেট আবদুল মাবুদের মৃত্যূতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোহাম্মদ ছৈয়দ আলম, এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এড. মুহাম্মদ শাহজাহান, এড. হারুনর রশিদ, এড. আবুল হোছন, এড. বাপ্পী শর্মা, এড.(শিঃ) শহীদ উল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।