স্টাফ করেসপন্ডেন্ট, ডেইলি কক্সবাজার :
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায়এক ব্যাংক কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এঘটনা ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ক্রিকেটার মোমিনুল হকের ভগ্নিপতি ব্যাংক কর্মকর্তা ওবাইদুল্লাহ আল মামুন টমটম গাড়ি যোগে কক্সবাজার শহরে আসছিল। পথিমধ্যে শহরের বিজিবি ক্যম্প এলাকায় একদল ছিনতাইকারী তাকে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ৩ টি মোবাইল,নগদ ৫০ হাজার টাকা ও একটি ব্যাগ নিয়ে যায়। ওবাইদুল আল মামুন প্রিমিয়ার ব্যাংক চট্টগ্রামের কেরানীহাট শাখায় চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীরা আহতাবস্থায় মামুনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেন।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেপাঠানো হয় এবং মুহর্তের মধ্যে পুৃলিশের ২টি টিম অভিযানে নেমেছে। ছিনতাইকারীদের আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চলছে বলে জানান তিনি ।