কক্সবাজার শিল্পকলা একাডেমির আয়োজনে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি নাটক মনবৈরী মঞ্চস্থ হবে। কক্সবাজার সাংস্কৃকিত কেন্দ্রে প্রতি দিন সন্ধ্যা ৭ টায় নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি রচনা ও নির্দেশনা বিশিষ্ট নাট্যকার স্বপন ভট্টাচার্য্য। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত পাল বাচ্চু, তাপস বডুয়া, ইসমত আরা ইসু, ছৈয়দ মোহাম্মদ আয়াছ মাবুদ। এদিকে জেলার সাংস্কৃতিক কর্মী সংগঠক ও সুশীল সমাজকে যথাসময়ে নাটক দেখতে আসার আহবান জানিয়েছে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু।