কক্সবাজার সরকারী কলেজ ছাত্রী সাবরিনা সোলতানা কাশপিয়া নিখোঁজ। প্রতিদিনের ন্যায় কলেজে গেলেও ৩১ মার্চ দুপুর ১২ টার পর থেকে বাসায় ফিরেনি। কাশপিয়া বাণিজ্য বিভাগ থেকে এইচ,এসসি পরীক্ষার্থী। তার বাবার নাম মৃত এডভোকেট মোহাম্মদ হোসেন। স্বপরিবার নিয়ে কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া কবরস্থান সড়কে ভাড়া বাসায় থাকলেও তাদের গ্রামের বাড়ি পেকুয়া উপজেলাধিন গোঁয়াখালী এলাকায়। কোন ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে এই নাম্বারে ,০১৮৪২৫০০০২৮, ০১৭৪২৫০০০২৮যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করছি।