দরজায় কড়া নাড়ছে যুব ক্রিকেট বিশ্বকাপ। সব’কটি মাঠের প্রস্তুতি নিয়ে নির্ঘুম সময় পার করছেন আইসিসি ও স্বাগতিক বিসিবি। যদিও বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক হতে যাওয়া কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে আয়োজনের প্রস্তুতি একটু চোখে পড়ার মতো। সোমবার দিনভর ছিলো নিরাপত্তাসহ নানা আয়োজনের মহড়া।
হঠাৎ শত্রুর মোকাবেলায় সেনাবাহিনীর প্রস্তুতি। জোর তৎপরতা সীমান্তে বিজিবি আর স্থলভাগে পুলিশ আর র্যাব। যুদ্ধ শুরু হতে কিছুটা সময় বাকী তাই প্রতিপক্ষকে ঘায়েল করতে রনাঙ্গনে এমন প্রস্তুতি সিপাহ সালাদের।
সত্যি কি যুদ্ধের মহড়া এটি? খুশির খবর হলো, আসন্ন যুব ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি মহড়ার দৃশ্য এটি।
কিশোর বয়স না পেরোনো কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে চলবে বিশ্বকাপের ১৭টি ম্যাচ। তাই মাঠ, পিছ,ড্রেসিং রুম, গ্যালারি যেমন প্রস্তুত, একইভাবে চলছে নিশ্চিদ্র নিরাপত্তার মহড়া।
বিসিবি বস আগেই বলে গিয়েছিলেন কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামের পরিণত বয়স না হলেও, যা আছে তাতেই চমক তৈরী করবে সব ক’টি খেলা।
সম্প্রতি কক্সবাজার মাঠ পরিদর্শন ও আইন শৃংখলা সভায় যোগ দিতে এসে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কক্সবাজারে যুব বিশ্বকাপের আয়োজন আয়োজক বাংলাদেশের জন্য নতুন চমক। তাই কক্সবাজার ষ্টেডিয়ামের সব আয়োজন এখন শেষ প্রান্তে। তিনি বলেছেন দেশি বিদেশি খেলোয়াড়রা কক্সবাজারেই বেশি খেলতে উপভোগ করবেন।
আগামী ৩০ জানুয়ারী থেকে বাংলাদেশে বসবে যুব ক্রিকেট বিশ্বকাপের আসর। আর এরই মধ্য দিয়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়াম নাম লিখাবে লর্ডস এর তালিকায়।
এদিকে, আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট ট্রপিটি ( আসল) আজ সোমবার কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিস্টানে প্রদশর্ন করা হয় । কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যেও ট্রপিটি হাতের নাগালে পেয়ে মহাখুশি খুদে শিক্ষাথীরা ।পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা কিছু ছবি। আগামী ২৯ জানুয়ারি থেকে কক্সবাজার সৈকতের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ১১ দেশের খেলোয়াড়দের নিয়ে ১৭টি ক্রিকেট ম্যাচ। সবার আশা-বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে।