ডিসিবি ডেস্ক :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন। সম সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩১২ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। তবে আক্রান্ত শনাক্ত বেড়েছে।
গতকাল শনিবার করোনায় আক্রান্ত নয়জনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩০৬ জনের। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৪৫৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭৫ জন।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ২৬৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১২ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৭ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৯১। এছাড়া আরও নয়জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৭৫ জন।
গত ৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ১৯ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৪৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এখন পর্যন্ত সারাদেশে ৯১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৭৫ জন। ###