শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের বিভিন্ন কটেজে অভিযান চালিয়ে যৌনকর্মী, খদ্দের, দালালসহ এক শীর্ষ পতিতা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২ টার দিকে হোটেল সী-প্যালেসের সামেন অবস্থিত তিনটি কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সদর মডেল থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলাতলী সী-প্যালেসের সামনে অবস্থিত মায়াকানন কটেজ, সী-নাইস কটেজ ও এম্পায়ার কটেজ ভাড়া নিয়ে যৌনকর্মীর ব্যবসা চালিয়ে আসছিল শীর্ষ পতিতা ব্যবসায়ী ও শহরের হাসপাতাল সড়ক এলাকার মৃত খায়ের আহাম্মদের পুত্র নজরুল ইসলাম আকাশ। এছাড়াও শহরের লালদীঘির পাড়ে অবস্থিত সাতকানিয়া হোটেলও তাদের মালিকানাধীন। বুধবার দিবাগত রাতে পুলিশ ওই তিনটি কটেজে অভিযান চালিয়ে ৭ জন পতিতা, ৮ জন খদ্দের ও দালালসহ নজরুল ইসলাম আকাশকে আটক করা হয়।
আটককৃত দালালরা হলেন-রানা প্রকাশ ঢাকাইয়া রানা (৩২), মোঃ ঈসমাইল (২৭) ও আব্দুল মাজেদ (৩১)। খদ্দেররা হলেন- নবী হোসেন (২৭), মোঃ হিরণ (৩৫), আরমান উদ্দিন (২৭), মোঃ সোহেল (২৮) ও মোঃ সেলিম।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, কলাতলীর ওই কটেজ গুলোতে অভিযান চালিয়ে পতিতা, খদ্দের ও দালালসহ ১৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে নজরুল ইসলাম আকাশ ওই কটেজ গুলো ভাড়া নিয়ে পতিতা ব্যবসা করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, এসব কটেজে ইতিপূর্বেও বেশ কয়েকবার অভিযান চালিয়ে খদ্দের ও পতিতা আটক করা হয়।